বাঁ থেকে ইশতিয়াকুর রহমান প্রান্ত , মাসুদ আহম্মেদ তানবীর ও তৌফিক আহমেদ তারেক

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনায় গিয়ে নিখোঁজ পর্যটক মাসুদ আহম্মেদ তানবীরের  (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ২০ জুন) নাপিত্তাছড়া ঝরনার খালের মসজিদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার সঙ্গে ঝরনায় গিয়ে এখনও নিখোঁজ রয়েছেন তার ছোট ভাই তৌফিক আহম্মদ তারেক। 

এর আগে গতকাল রোববার তাদের সঙ্গে নাপিত্তাছড়া ঝরনায় যাওয়া ইশতিয়াকুর রহমান প্রান্ত (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, তিন পর্যটক গতকাল রোববার চট্টগ্রাম নগরী থেকে নাপিত্তাছড়া ঝরনায় এসেছিলেন। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন। ধারণা করছি পা পিছলে পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ চেষ্টা করে যাচ্ছে। 

নিহত ইশতিয়াকুর রহমান প্রান্ত চট্টগ্রাম ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। আর মাসুদ আহম্মেদ তানবীর ইউএসটিসি চট্টগ্রাম স্নাতকের ছাত্র। আর তার ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এই দুইজন চট্টগ্রাম হালিশহর বি ব্লকের মো. শাহাবুদ্দিনের ছেলে।

কেএম/এসকেডি