করোনার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েও এ ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার (২১ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সল জানান, গত ২৭ জানুয়ারি প্রতিমন্ত্রী প্রথমবার করোনায় আক্রান্ত হন। আজ দ্বিতীয়বারের মতো তার শরীরে করোনা শনাক্ত হয়। প্রতিমন্ত্রী করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন। 

বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

এসএইচআর/এসকেডি