রাজধানীর ওয়ারী থানার হেয়ার স্ট্রিট রোডে পারিবারিক কলহের জেরে গায়ে আগুন লাগিয়ে মিটফোর্ড হাসপাতালের এক নারী চিকিৎসক আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় তাকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ওয়ারী থেকে দগ্ধ অবস্থায় মিটফোর্ড হাসপাতালের এক নারী চিকিৎসককে আমাদের এখানে আনা হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। বর্তমানে আইসিইউর বেড নং-১৮ তে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, এটি সুইসাইডাল এটেম।

এ বিষয়ে জানতে চাইলে দগ্ধ চিকিৎসকের স্বামী ঢাকা পোস্টকে বলেন, আমার স্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। আমি একজন ইঞ্জিনিয়ার। দুপুরে আমার স্ত্রীর সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, এ নিয়ে সে হেক্সিসল দিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে আমি তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এসেছি। বর্তমানে সে আইসিইউতে ভর্তি আছে।

কীভাবে হেক্সিসল দিয়ে আগুন লাগল সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি দুর্ঘটনাবশত হয়েছে। 

এসএএ/এসকেডি