স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে বিড়ি শ্রমিকদের আনন্দ র্যালি
‘পদ্মা সেতু উদ্বোধন’ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করার পর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির সমাবেশস্থলে এ আনন্দ র্যালি করেন বিড়ি শ্রমিকরা।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বিড়ি শ্রমিক নেতা আলম শেখ, দুলাল মোল্ল্যা, ছাদ আলী, টোকন রায়, আব্দুল খালেক, দুলাল শেখসহ কয়েকশ বিড়ি শ্রমিক।
বিড়ি শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু তৈরি করে আপনি জাতীয় অভিভাবকের আসনে আসীন হয়েছেন। পদ্মা সেতু বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে।
এসআই/জেডএস
বিজ্ঞাপন