প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, পদ্মা সেতু আলোর মুখ দেখেছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনমনীয় দৃঢ়তার কারণে। 

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন শেষে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশবাসীর বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। এটি শুধুমাত্র একটি সেতুর উদ্বোধন নয়, বরং একটি স্বপ্নের উন্মোচন। মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি।’

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেন, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। তার কন্যা শেখ হাসিনা জাতির পিতার রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরসূরি। পদ্মা সেতু আলোর মুখ দেখেছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার অনমনীয় দৃঢ়তার কারণে।

‘বঙ্গবন্ধুকন্যার প্রচণ্ড আত্মপ্রত্যয় আর বিচক্ষণ নেতৃত্বে শুধু পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পর যাত্রাই শুরু হয়নি, বাংলাদেশের ওপর দাতাগোষ্ঠীর ছড়ি ঘোরানো বন্ধ হয়েছে। প্রকাশ পেয়েছে জাতির নিজস্ব সক্ষমতা এবং সারাবিশ্বে উজ্জ্বলতর হয়েছে দেশের ভাবমূর্তি।’

‘পদ্মা সেতু কেবলমাত্র ইট-সিমেন্ট-লোহার কংক্রিটের একটি বৃহৎ অবকাঠামোই নয়, এর ব্যাপকতা আরও অনেক অনেক গভীরে। দুর্নীতির মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এটি আমাদের বিজয়ী হওয়ার গল্প। এ সেতু তাই পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও।’

‘পাকিস্তানের বিশিষ্ট আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, শিক্ষাবিদ ও গবেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক Story Of Bangladesh's Padma Bridge : More Than Just A Bridge? শিরোনামের এক আর্টিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে লিখেছেন: The Padma Bridge bears the signature of Ms Hasina’s visionary leadership. The world got a chance to know once again the capacity of Bangladesh in the Hasina era.’

‘জননেত্রী শেখ হাসিনার প্রবল দেশপ্রেম, নেতৃত্বগুণ, সততা ও সাহসিকতার এক অমর মহাকাব্য হয়ে থাকবে এই পদ্মা সেতু। আমার সৌভাগ্য- মাননীয় প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তার সফরসঙ্গী হয়ে এ স্বপ্নসারথির কালের সাক্ষী হয়ে রইলাম। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জয়তু শেখ হাসিনা।’

এইউএ/আইএসএইচ