পদ্মা সেতুর মুন্সীগঞ্জ টোল প্লাজা এলাকায় পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুন) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন, রুবেল (২৫) ও ইয়াসিন (৩২)।

ট্রাকের মালিক আহত রুবেলের বাবা রফিক ঢাকা পোস্টকে বলেন, ট্রাকে করে পেঁয়াজ নিয়ে তারা ঢাকা আসছিল। পদ্মা সেতু পার হওয়ার পর নামার সময় ব্রেকে চাপ দিলে ব্রেক না ধরায় স্টিয়ারিং ফ্রি হয়ে ট্রাকটি উল্টে যায়। এতে আমার ছেলে রুবেল ও চালক ইয়াসিন আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেলের ৩০৩ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতুর মুন্সীগঞ্জ টোলপ্লাজা এলাকায় ট্রাক উল্টে দুজন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/আইএসএইচ