রাজধানীর পল্টন পাতাল মার্কেটের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অজ্ঞাত (৪২) এক ব্যক্তি।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ৩টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পল্টন থানা পুলিশ।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুবায়ের হোসেন ঢাকা পোস্টকে জানান, আমরা খবর পেয়ে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা তার নাম-পরিচয় এখনও পাইনি। তার পকেটে ফরিদপুর-ঢাকা গোল্ডেন লাইন বাসের একটি টিকিট পাওয়া যায়। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তবে তার কাছে থাকা কী নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানতে পারিনি।

এসএএ/এনএফ