রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সোনিয়া বেগম (২৭)। 

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচরের আমিনবাগ আলী আহমেদ গলি থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেপ্তার নারী পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবত কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এনএফ