যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৮২ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা। বুধবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ৭৮ জন কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Email: sa1@mopa.gov.bd এ প্রেরণ করবেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত চারজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। দুই প্রজ্ঞাপনের মাধ্যমে সবমিলিয়ে পদোন্নতি পেয়েছেন ৮২ জন কর্মকর্তা।  

এদিকে বুধবার সিনিয়র সহকারী সচিব পদে ১১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

>>> তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

এসএইচআর/এসকেডি