১৩ সহকারী প্রকৌশলী পেল ঢাকা ওয়াসা
নবযোগদানকৃত ১৩ জন সহকারী প্রকৌশলীকে বিভিন্ন বিভাগ, জোন, প্রকল্পে পদায়ন করেছে ঢাকা ওয়াসা।
বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব প্রকৌশলীদের ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগ, জোন ও প্রকল্পে পদায়ন করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা ওয়াসার সিভিল বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে ৮ জনকে বিভিন্ন বিভাগ, জোন, প্রকল্পে পদায়ন দেওয়া হয়েছে। এই ৮ জনের মধ্যে মডস জোন ৩ এ সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন মিলন মজুমদার, মডস জোন ৬ এ কাজী আ. রহমান, মডস জোন ২ এ সোনিয়া আক্তার, মডস জোন ৮ এ মানিক হোসেন, সি এম বিভাগে রাহাত উন নবী, ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টে সামিন ইয়াসার ফাহিম, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ ৩ প্রকল্পে তৌহিদুল ইসলাম এবং পি অ্যান্ড ডি (পানি) বিভাগে সুমাইয়া বিনতে ইসলামকে পদায়ন করা হয়েছে।
এছাড়া ঢাকা ওয়াসার ইলেক্ট্রিকাল বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে মডস জোন ৫ এ নিয়োগ পেয়েছেন নাজমুস সাকিব, এফ এম বিভাগ ১ এ নিয়োগ পেয়েছেন রাকিব হোসেন প্রধান।
বিজ্ঞাপন
অন্যদিকে ঢাকা ওয়াসার মেকানিক্যাল গ্রুপে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ জন। এদের মধ্যে মডস জোন ১০ এ মীম তানজিলা, দাশেরকান্দি পয়: শোধনাগার প্রকল্পে আসিফ কবির এবং এফএম বিভাগ ২ এ আব্দুল্লাহ আস সাইদকে পদায়ন করা হয়েছে।
এএসএস/এনএফ