চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় ধরুং খালে গোসল করতে গিয়ে মো. কাউসার (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফটিকছড়ি ফায়ার স্টেশন ও চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যাওয়া একটি ডুবুরি দল।

শুক্রবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ধরুং ব্রিজের পূর্ব পাশের খালে এ ঘটনা ঘটেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফটকছড়ি ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এমরান হোসেন।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। তারা গিয়ে তল্লাশি শুরু করে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিস থেকে চার জন ডুবুরি উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। তারাও খালে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ মো. কাউসার ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের মো. খালেদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কাউছার গোসল করতে যায়। খালের উপরে ভাসমান রাখা বাঁশ থেকে লাফ দেয়। এরপর আর ভেসে উঠেনি সে।

কেএম/এসএসএইচ