গত অর্থবছরে ২৩৭টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা। পাশাপাশি ভোক্তা অধিকারবিরোধী অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে অধিদপ্তর।

শুক্রবার (১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে।

চুক্তি অনুযায়ী, গত বছরে ১৯২টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনার কথা হলেও ২৩৭টি সফল বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ভোক্তাদের থেকে পাওয়া ২ হাজার ৫৪৮টি অভিযোগের মধ্যে ২ হাজার ৩১৮টি নিষ্পত্তি করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, চুক্তি অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির কথা ৬০ শতাংশ হলেও নিষ্পত্তি করা হয়েছে ৯০.৯৭ শতাংশ। এছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হচ্ছে নিয়মিত। অন্যদিকে এসময়ে ২৪টি মতবিনিময় সভা আয়োজন করার কথা থাকলেও বাস্তবে ৩৩টি মতবিনিময় সভা ও ৬টি সেমিনার আয়োজন করা হয়েছে।

সার্বিক সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, এপিবিএন, সহকর্মী সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে।

এএসএস/এসএসএইচ