দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো। এ সময় প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার সমর্থন চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতিমন্ত্রী-রাষ্ট্রদূত দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শাহরিয়ার আলম পারস্পরিক সুবিধা ও সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দেন। তিনি ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বৈশ্বিক নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী আঞ্চলিক পদ্ধতি গড়ে তোলার ব্যাপারে জোর দেন। তাদের আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যু। শাহরিয়ার আলম রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু করতে আসিয়ানের এ সদস্য রাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ করেন।

এনআই/এসএসএইচ