রাষ্ট্রপতির ভাষণের নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
সচিবালয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২১ ডিসেম্বর) নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন।
বিজ্ঞাপন
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বৈঠকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর খসড়া, বাংলাদেশ এগ্রিকালচার প্র্যাকটিস নীতিমালা ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে সেটিও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
বিজ্ঞাপন
এনএম/এমএইচএস