বিমান বাংলাদেশ/ ছবি: সংগৃহীত

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে যাত্রীবাহী আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করেছে সৌদি আরব। এ কারণে সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা থেকে সৌদি রুটে চলাচলকারী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যাবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার এক বার্তায় জানান, কোভিড-১৯ মহামারীর কারণে ফ্লাইট চলাচলে সৌদি সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান পুনরায় চালুর পর বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, জারি হওয়া নিষেধাজ্ঞা রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। প্রয়োজনে এ নিষেধাজ্ঞা আরো বাড়ানো হতে পারে।

এছাড়াও নিষেধাজ্ঞা কার্যকর করতে দেশটির অভ্যন্তরে থাকা সব বিদেশি এয়ারলাইনসকে ফিরে যেতে বলা হয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী উড়োজাহাজ বা কার্গো চলাচল করতে পারবে বলে জানানো হয়।

এরআগে স্থল ও সমুদ্রপথেও সৌদি প্রবেশের পথ বন্ধ করা হয়েছে এবং এই সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় কয়েকটি দেশে করোনার ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ মেলার পর এ ব্যবস্থা নিয়েছে সৌদি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে যে, তবে ব্যতিক্রমী কিছু পরিস্থিতিতে কিছু ফ্লাইটের অনুমতি দেওয়া হবে।

এআর/এমএইচএস