বিএসএমএমইউ চিকিৎসকদের ধর্মঘট স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অফিস সহায়কের (এমএলএসএস) হাতে ভাইরোলজি বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় চিকিৎসকদের অবস্থান ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে লাঞ্ছনাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে চিকিৎসকদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম। তিনি বলেন, ‘ওই এমএলএসএসকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তার নামে আজ মামলা করা হবে। তদন্ত কমিটি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগেই তার নামে সাধারণ ডায়েরি করা হয়েছিল।’
বিজ্ঞাপন
কাওসার আলম বলেন, ‘আজ রেসিডেন্ট চিকিৎসকরা সার্বিক বিষয় নিয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) স্যারের সঙ্গে কথা বলবেন। তাই আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
এ প্রসঙ্গে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে যখন বিষয়টা জানতে পেরেছি, তখন এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাকি কাজগুলো শেষ করা হবে।’
বিজ্ঞাপন
ওই কর্মচারীর বিরুদ্ধে মামলার কোনো প্রস্তুতি আছে কি-না জানতে চাইলে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তারপর পর্যায়ক্রমে বাকি পদক্ষেপগুলো নেওয়া হবে।’
এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনা ঘটে। পরে ওই কর্মচারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ধর্মঘটের হুমকি দেন চিকিৎসকরা।
টিআই/এসএসএইচ