সিএমপিতে ১ হাজার মানুষের জন্য পুলিশ মাত্র একজন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, চট্টগ্রামের দায়িত্ব পালনকালে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি জনবলের স্বল্পতা নিয়ে। সিএমপিতে প্রতি এক হাজার নাগরিকের জন্য ১ জন পুলিশ সদস্য আছেন। কিন্তু সারা দেশে এই রেশিও যদি দেখি, তাহলে গড়ে ৮৫০ জনের জন্য ১ জন পুলিশ সদস্য আছেন। ,
তিনি বলেন, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ শহর। একটা বড় শহরে যা যা থাকে সবই আছে এখানে। আমাদের হিসেবে এখানে ৯০০ লোকবল কম আছে। ফলে পুলিশ সদস্যদের বেশি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : ওষুধ রপ্তানিতে বাজিমাত : দামে কম, মানেও বেশ
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা সদর দপ্তরে লোকবল চেয়েছি এবং দ্বিতীয় আরেকটা পুলিশ লাইন্স করার প্রস্তাব দিয়েছি। কর্ণফুলী থানার দিকে এই লাইন্স করার প্রস্তাব পাঠিয়েছি আমরা। কারণ টানেল করার পর ওই এলাকায় শিল্পায়ন বাড়বে। জনগণের আনাগোনা বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। আমাদের বর্তমান ১৬টি থানা আছে। আমরা আরও চারটি নতুন থানা করার প্রস্তাব দিয়েছি। ফলে চট্টগ্রামে থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০টিতে। নগরীর আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলোকে সিএমপির অধীনে নিয়ে আসার প্রস্তাব দিয়েছি।
পুলিশ কমিশনার বলেন, দীর্ঘ ২২ মাস চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি ঢাকায় বদলি করা হয়েছে। সিএমপি কমিশনার থাকা অবস্থায় চেষ্টা করেছি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার। কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রত্যেকটি চ্যালেঞ্জ আমরা টিম হিসেবে কাজ করে চেষ্টা করেছি চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের নিরাপদ রাখতে।
কেএম/এসকেডি