চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গোলচত্বর এলাকা থেকে অজ্ঞাত এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স এক বছর।

বৃহস্পতিবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে অগ্রণী ব্যাংকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের গোল চত্বরের পাশে অগ্রণী ব্যাংকের পাশে রাস্তার ওপর শিশুটি পড়ে ছিল। পথচারীরা দেখতে পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালের কেউ শিশুটিকে ফেলে গেছে বলে ধারণা করছি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

কেএম/এমএইচএস