প্রস্তুত জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ
পবিত্র ঈদুল আজহার জামাতের জন্য চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। শনিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে মাঠটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মেয়র বলেন, চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়। প্রধান জামাতে ইমামতি করার কথা রয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিনের। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।
বিজ্ঞাপন
রেজাউল করিম বলেন, রোববার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। আমি আশাবাদী আগামীকাল সবাই উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে সিটি করপোরেশনের ময়ের বলেন, কোরবানির পর বর্জ্য দ্রুত অপসারণের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। কোরবানির সাত ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরী থেকে আমরা বর্জ্য অপসারণ করব। সিটি করপোরেশন ছয়টি জোনে বিভক্ত হয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। এ কাজের জন্য করপোরেশন পাঁচ হাজার শ্রমিক, ৩৪৫টি গাড়ি, পশু জবাইয়ের স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হবে। এছাড়া সরু রাস্তা ও গলি থেকে বর্জ্য অপসারণের জন্য টমটম, হুইল ব্যারো এবং বর্জ্য অপসারণ কাজ তদারকিতে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের জন্য সিএনজিচালিত ট্যাক্সির ব্যবস্থা থাকবে।
চসিক সূত্রে জানা যায়, লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৭টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কেএম/এমএআর/