শেষ মুহূর্তে রাজধানীর কমলাপুর পশুর হাটে ব্যাপক হারে বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরুগুলো। বড় গরুর দিকে কারো চোখ নেই। যে কারণে ১০ লাখ টাকা দামের সাদা-কালো অস্ট্রেলিয়ান ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে মাত্র ৪ লাখ টাকা। চার বছর বয়সের ষাঁড়টির ওজন ৩০ মণ বলে জানিয়েছেন ব্যাপারী। তাও ক্রেতা পাওয়া যাচ্ছে না। 

মেহেরপুর থেকে গরুটি নিয়ে এসেছেন ব্যাপারী রায়হান হোসেন। তিনি বলেন, গরুটির বয়স হয়েছে। বিক্রি করে দিতে পারলে ভালো হতো। গতকাল ১০ লাখ টাকা চেয়েছি। কিন্তু ক্রেতা পাইনি। আজ শেষ মুহূর্তে মাত্র ৪ লাখ টাকা হলেই বিক্রি করে দেব।

তবে বিক্রি না করতে পারলে ট্রাকে করে এলাকায় নিয়ে যাবেন বলে জানান তিনি। 

এএজে/এসকেডি