চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাং এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোরশেদুল হক (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। 

সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরশেদুল হক সাধনপুর বাণীগ্রাম এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। মোরশেদ শেখেরখীল দারুচ্ছালাম আর্দশ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন বলে জানা গেছে। 

বাঁশখালীর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা-বাঁশখালী সড়কের পাইরাং এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, ঘটনার পরপর গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। 

কেএম/জেডএস