চট্টগ্রামে বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় নুরুল ইসলাম নাহিদ (৪০) নামে এক বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে ইলেকট্রিক শকের চিহ্ন দেখা গেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর ৬টার পর আহত অবস্থায় নাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
নাহিদ হানিফ পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, কর্ণফুলী নতুন ব্রিজ এলাকা থেকে আহত অবস্থায় নাহিদকে সিএনজিতে তোলেন দুই ব্যক্তি। এরপর তারা নাহিদের চান্দগাঁওয়ের বাড়িতে যান। ওই দুই ব্যক্তি নাহিদের স্ত্রীকে বলেন ‘নাহিদ এক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে নিতে হবে’। পরে তারা ওই সিনএনজিতেই নাহিদকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা করেন।
বিজ্ঞাপন
পথিমধ্যে নাহিদের স্ত্রী তার হাতের দাগগুলো দেখে বলেন, ‘এগুলো তো এক্সিডেন্টের দাগ না’। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সিএনজি দাঁড় করিয়ে নাহিদকে নিয়ে আসা ওই দুই ব্যক্তি পালিয়ে যান। পরে সিএনজিচালক ও নাহিদের স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যান। এসময় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুর রহিম বলেন, নাহিদের স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বুধবার নাহিদ বাসা থেকে বের হন। রাত ৯টার দিকে ফোন করে বলেছিলেন কক্সবাজার যাচ্ছেন। আর আজ সকালে দুই ব্যক্তি গিয়ে বলেন নাহিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
নাহিদের স্ত্রী এক ব্যক্তিকে চিনতে পেরেছেন জানিয়ে ওসি আরও বলেন, তার নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। কীভাবে নাহিদের মৃত্যু হয়েছে, বিষয়টি এখনও বলতে পারছি না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নাহিদ নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিম ইলেকট্রিক শকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
কেএম/এমএইচএস