কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকা / ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের কোনায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ওই গাড়িতেই পিষ্ট হয়ে গুরুতর আহত হন। ঘাতক গাড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায়। মারদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এসএএ/এসএম