চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আসামি ফজলুল করিম ফজুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৭ বছর পলাতাক ছিলেন ফজু।  শনিবার ভোরে রাউজান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৫ সালে চট্টগ্রামের রাউজানের চারাবটতল এলাকায় যুবলীগের কর্মী শহিদুল আলমকে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। এই  ঘটনায় রাউজান থানায় হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডের পর মামলার ১ নম্বর আসামি র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ হত্যার সঙ্গে জড়িত আসমিরা বিদেশ পালিয়ে যান। এরপর তারা বিভিন্ন সময়ে দেশে ফিরে আসেন। 

তিনি বলেন, গত ১১ জানুয়ারি শহিদুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি আজিজ উদ্দিন ও  ২৬ অপর আসামি মো. ইউসুফকে গ্রেপ্তার করে র‌্যাব। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে ৭ বছর ধরে পলাতক আসামি ফজলুল করিম ফজুকে রাউজান থানার বাসস্ট্যান্ডের মালিক সমিতি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ফজলুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল  হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন।

কেএম/এনএফ