রাজধানী কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (২২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে আল-রাজি কমপ্লেক্সের পাশের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

পরে মরদেহ উদ্ধার করে আজ (১৭ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুমনের সহকর্মী কামাল ঢাকা পোস্টকে বলেন, গতকাল সন্ধ্যায় জানালার মাপ নেওয়ার সময় পাশে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুমন রাজমিস্ত্রির কাজ করতেন।

কামাল আরও জানান, সুমন কামরাঙ্গীরচরের ভান্ডারী মোড় এলাকার আব্দুস সালামের বাসায় ভাড়ায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসএএ/এমএইচএস