বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উৎযাপন উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) সহযোগিতায় আলোচনা ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই অনুষ্ঠানে সিআইপিআরবি তাদের কার্যক্রমের বিস্তারিত বর্ণনা এবং জাতিসংঘ ঘোষিত ২৫ জুলাই বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস সম্পর্কে তাদের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। তাদের সচিত্র উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সবাই পানিতে ডোবা মৃত্যুর বর্তমান ভয়াবহ চিত্র ও এ থেকে উত্তরণের বিভিন্ন সরকারি-বেসরকারি পদক্ষেপ সম্পর্কে জানেন।

সিআইপিআরবি এর ফিল্ড টিম ম্যানেজার মোতাহের হোসাইন  , ২০১৬ সাল থেকে সিআইপিআরবি বরগুনা জেলায় স্বাস্থ্য অধিদপ্তরের ননকমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর আওতাধীন, রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট (আরএনএলআই) যুক্তরাজ্যের সহযোগীতায় সিআইপিআরবি কমপ্রিহেনসিভ ড্রাউনিং রিডাকশান স্ট্রাটেজি ‘ভাসা-১’ এবং ‘ভাসা-২’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস। সিআইপিআরবি এর কার্যক্রমের প্রশংসা করে তিনি সব এনজিওকে এ ধরনের কাজে সম্পৃক্ত হবার আহ্বান জানান, পাশাপাশি তিনি  জেলা ভিত্তিক সাঁতার কার্যক্রমের জন্য প্রয়োজনে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
 
অন্যান্য সব এনজিওর বরগুনা প্রতিনিধিরাসহ সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিসট্রিক ম্যাজিস্ট্রেট  তানভীর আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জাফর হোসেন হাওলাদার, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, দৈনিক সমকালের প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি চিত্তরঞ্জনসহ প্রমুখ। 

আইএসএইচ