হাজারীবাগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর হাজারীবাগ থানার শংকর আলী হোসেন গার্লস স্কুলের গলিতে মো. আব্দুল হক হৃদয় (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হৃদয়ের বাবা নূরে আলম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে আমার সঙ্গে টাইলসের কাজ করত। কাজ শেষে সে বাসায় আসে। তাকে খাওয়ার কথা বললে সে বলে বাবা আমি ঘুরে আসি। পরে শুনতে পাই রক্তাক্ত অবস্থায় আমার ছেলে গলিতে পড়ে আছে। আমি প্রথমে আমার ছেলেকে খুঁজতে সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। সেখানে না পেয়ে ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পাই।
ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে কারো কোনো ঝগড়া-বিবাদ ছিল কি না, বা কারা তাকে মেরেছে- সে বিষয়ে আমার কিছু জানা নেই।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা মোহাম্মদপুরের পুলপাড় বটতলার শওকত আলী রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকি। আমাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমিজি গ্রামে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে হৃদয় ছিল বড়।
হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাওন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে গিয়ে দেখি হাজারীবাগের শংকর আলী হোসেন গার্লস স্কুলের গলিতে রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কে বা কারা ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে, প্রাথমিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তার সঙ্গে কারো পূর্বশত্রুতা ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে আমরা তার নাম পরিচয় পাইনি। পরে তার বাবা ঢাকা মেডিকেলে এসে তার পরিচয় শনাক্ত করেন। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এসএএ/আরএইচ