সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে চট্টগ্রাম নৌ-পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সাগরের পানিতে ভেসে লাশটি সৈয়দপুরের সমুদ্র উপকূলীয় এলাকায় আসে। স্থানীয় লোকজন লাশটি দেখে নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। যুবকের পরনে প্যান্ট ও হাতে একটি বেসলেট ছিল। লাশটি পচে ফুলে গেছে।
বিজ্ঞাপন
কেএম/আইএসএইচ