মাদক কারবারির মাধ্যমে প্রায় ৪৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের রোজিনা আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জুলাই) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজারের কুতুবদিয়া বাসিন্দা রোজিনা আকতার তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৮৯ হাজার ৭৭৭ টাকার সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া তার বিরুদ্ধে ৪৭ লাখ ৯২ হাজার ২৭৭ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। যা মূলত মাদক ব্যবসার মাধ্যমে অর্জন করেছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

আরও দেখুন >> দুদকের নজরদারিতে সব পৌরসভা ও সিটি করপোরেশন

রোজিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২১ সালে ৮ মার্চ সম্পদ বিবরণীর ইস্যু করা হয়। ওই বছরের ৯ জুন তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।

আরএম/ওএফ