কনসার্টে ঢুকতে দর্শকের হুড়োহুড়ি, আহত ৩
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে একটি কনসার্টে প্রবেশের সময় হুড়োহুড়িতে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৬টায় কনসার্টে ঢুকার প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, কনসার্টের মাঠে প্রবেশের জন্য অনেকেই লাইন ধরে দাঁড়িয়েছিল। লাইনে প্রচণ্ড চাপ ছিল। ভেতরে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয় তিন জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
সিক্সবেজ কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, এভোয়েড রাফা, আর্টসেল, অ্যাশেসের পারফর্ম করার কথা রয়েছে।
কেএম/এসকেডি
বিজ্ঞাপন