এইচএসসি পাসে বিশেষজ্ঞ ডাক্তার!
অভিযান শেষে কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু
করেছেন উচ্চ মাধ্যমিক পাস। কিন্তু সাইনবোর্ড লিখেছেন বিশেষজ্ঞ ডেন্টিস্ট। শুধু তাই নয় অন্য ডেন্টিস্টের বিডিএস ডিগ্রির সনদ চুরি করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। গত ১০ বছর ধরে রাজধানীর মালিবাগে আমিনবাগ মার্কেটের ২য় তলা ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকে বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন তিনি।
ভুয়া ওই ডেন্টিস্টের নাম নরুল সাফাত জাহাঙ্গীর।
বিজ্ঞাপন
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শান্তিনগর বাজারে আমিনবাগ কো-অপারেটিভ মার্কেটের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
অভিযোগ রয়েছে ওই ভুয়া ডেন্টিস্ট অনেকের ভালো দাঁত তুলে ফেলেছেন। এছাড়া নানা রকম ভুল চিকিৎসা দিয়ে রোগীদের ফেলেছেন বিপাকে।
বিজ্ঞাপন
গোয়েন্দা সংস্থা ও স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র্যাব-৩ এর একটি দল অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ঢাকা পোস্টকে বলেন, নরুল সাফাত জাহাঙ্গীরের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদিত কোনো বিডিএস ডিগ্রি নেই। তিনি অন্যের সনদ জালিয়াতি করে ১০ বছর ধরে বিশেষজ্ঞ ডেন্টিস্ট হিসেবে প্রতারণা করছেন।
তিনি বলেন, নরুল সাফাত জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি অনেকের ভালো দাঁতও তুলে ফেলেছে। এইচএসসি পাস করে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তিনি এসব করেছেন। তার কাছে চিকিৎসা নিতে এসে প্রচুর রোগী অপচিকিৎসার শিকার হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
এমএসি/এইচকে