আগুনে পুড়ছে বস্তির ঘর

রাজধানী মিরপুরের সবুজ বাংলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয় ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন লাগে এবং ৩টা ৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান নিশ্চিত করেন।

চোখের সামনেই পুড়ছে বস্তিবাসীর থাকার ঘর

তিনি বলেন, সবুজ বাংলা বস্তির আগুন বিকেল ৩টা ৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় আমাদের ছয়টি ইউনিট কাজ করে।

জিয়াউর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আমাদের পাওয়া তথ্য মতে, বস্তির অনেক টিনের ঘর আগুনে পুড়ে গেছে।

এমএসি/এফআর