কালশীতে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই
কালশীতে আগুনে পুড়ছে বস্তি
রাজধানীর মিরপুরে কালশী এলাকায় বস্তিতে লাগা আগুনে অন্তত আড়াইশ’ ঘর পুড়েছে বলে জানা গেছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নাভানা টাওয়ারের পেছনে তালতলা বস্তিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ বস্তিতে একমাসের মধ্যে এটি দ্বিতীবারের অগ্নিকাণ্ডের ঘটনা।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বলেন, দুপুর দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকাল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে টিনের শতাধিক ঘর পুড়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, আগুনে বস্তির প্রায় আড়াইশ’ টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ সব জিনিস পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে কেউ কিছুই নিয়ে বের হতে পারেননি। কোনো রকমে জীবন নিয়ে তারা ঘর থেকে বের হয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা আরও জানান, গতমাসেও বস্তিতে আগুন লেগেছিল। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন বাসিন্দারা।
এর আগে গত মাসের ২৫ নভেম্বর মধ্যরাতে কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়া সি ব্লকের বস্তিতে আগুন লাগে। তখন অন্তত তিনশ’ ঘর পুড়ে যায়।
এমএসি/এইচকে