ওআইসি ইয়ুথ ক্যাপিটালের কোরআন প্রতিযোগিতা উদ্বোধন বুধবার
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সবচেয়ে বেশি কর্মসূচি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্রীড়ার পাশাপাশি যুবখাতেও ছিল নানা আয়োজন। কিন্তু করোনার কারণে কিছু কর্মসূচি বাস্তবায়নে বিলম্ব হয়েছে। এ অবস্থায় আগামী জুনের মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক কর্মসূচি শেষ করতে চায় মন্ত্রণালয়।
সেলক্ষ্যে বুধবার (২৪ ফেব্রুয়ারি) পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ওআইসি যুব ক্যাপিটালের আন্তর্জাতিক কর্মসূচির ইভেন্ট ভিত্তিক কার্যক্রম। এছাড়া কর্মসূচিতে আরও রয়েছে ওআইসি নলেজ মাস্টার, ওআইসি ডিবেট কম্পিটিশন, ওআইসি আর্ট কম্পিটিশিন, এন্টারপ্রেনারশিপ স্কিলস অ্যান্ড এমপ্লয়েমন্টে ক্যাম্প, শেখ হাসিনা আন্তর্জাতিক ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, স্কাউট কনফারেন্স ফর সাসটেইনাবেল ডেভেলপমেন্ট, ফিল্ম ফেস্টিভ্যাল, বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড।
বিজ্ঞাপন
করোনার কারণে প্রতিটি প্রতিযোগিতা হবে অনলাইনে। এ নিয়ে প্রস্তুতি শেষ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য অনলাইনে প্রতিযোগিতা আয়োজন করতে হচ্ছে। প্রতিটি ইভেন্টে আশাব্যাঞ্জক প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। জুনের মধ্যে আমাদের এই প্রতিযোগিতাগুলো শেষ করতে হবে। তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে’।
প্রতিযোগিতার প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে আড়াই হাজার, দুই হাজার ও দেড় হাজার ডলার পুরস্কার পাবে। ইভেন্টের বিচারকদের সম্পর্কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট ইভেন্টে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যক্তিরা থাকবেন। অন্য দেশের ব্যক্তিরাও জাজ (বিচারক) হিসেবে থাকবেন। তবে মূল জাজের ভূমিকায় থাকবে ওআইসি।’
বিজ্ঞাপন
করোনা পরিস্থিতি ভালো হলে জুনে বড় সমাপনীর পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ‘করোনা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক পরিবেশ থাকলে জুনে ৫৭টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের পরিকল্পনা রয়েছে’ বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়ার পাশাপাশি যুব খাতে বিশেষ জোর দেওয়ার কথা জানান তিনি। বলেন, ‘যুবরা দেশের সম্পদ। আমরা চাই আমাদের যুবরা আত্মপ্রত্যয়ী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে অনেক যুব আত্মকর্মসংস্থান করতে সক্ষম হয়েছে।’
এজেড/এসএসএইচ