স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। 

স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমান সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, আজ গতানুগতিক মিটিং হল। নতুন সাক্ষাৎ ও পরিচিতি পর্ব ছিল। তারপরেও দ্বিপাক্ষিক বিষয়তো থাকেই। 

তবে বিশেষ কোন বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। 

এসএইচআর/ওএফ