ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ক্রিস্টাল মেথসহ (আইস) মহসিন হোসেন ওরফে মহসিন আলী ওরফে তপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, গ্রেপ্তার মহসিন পেশাদার মাদক কারবারি।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।  

এ সময় তার কাছ থেকে ১৮ দশমিক ৭৫ গ্রাম মেথামফেটামিনযুক্ত বিশেষ মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মহসিন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আইসসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/আরএইচ