করপোরেশনের অনুমতি ছাড়া ‘গৃহায়ন প্রকল্প’ বন্ধের নির্দেশ
করপোরেশনের অনুমতি ছাড়া গড়ে ওঠা সব ‘গৃহায়ন প্রকল্প’ বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।
ডিএসসিসি মেয়র তাপস বলেন, করপোরেশনের অনুমতি ছাড়া গড়ে ওঠা সব গৃহায়ন প্রকল্প বন্ধ করে দিতে হবে। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন দাশেরকান্দি, বালুনদী পাড়, কায়েতপাড়া বাজার, ইদেরকান্দি ও ফকিরখালী অঞ্চল পর্যন্ত পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, দুপুরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে মেয়র গণমাধ্যমের সামনে এ বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবেন।
এরআগে গত ১৭ ফেব্রুয়ারি মান্ডা খালে চলমান বর্জ্য অপসারণ ও উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, জানুয়ারি মাসের প্রথম থেকে খাল দখলমুক্ত এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আমাদের কাজ বন্ধ করতে পারবে না। শ্যামপুর খাল ১০০ ফুট ছিল, তা দখল হতে হতে মাত্র ৮ ফুট চলে এসেছিলো। সেটা আমরা দখলমুক্ত করেছি, আরও কাজ চলছে। একই অবস্থা প্রায় সব খালেরই। খাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ওইদিন তিনি আরও বলেন, আগামী মার্চের মাঝামাঝি গিয়ে আমাদের কাজের কৌশল এবং পরিকল্পনা কিছুটা ঢেলে সাজাবো। সে সঙ্গে এপ্রিলের শেষ পর্যন্ত আমাদের কার্যক্রম প্রসারিত করব। যদিও এ কার্যক্রম অত্যন্ত দুরূহ, তবুও আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এ গতিতে যদি আমাদের কাজ চালিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ্ জলাবদ্ধতা অনেকাংশেই নিরসন হবে এবং ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির সুফল কিছুটা হলেও দিতে পারব।
এএসএস/এমএইচএস