সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া সস্ত্রীক করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বুধবার (৩ আগস্ট) তার গাড়িচালক দুলাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সুবিদ আলী ভূঁইয়ার সহধর্মিনী মাহমুদা আখতারও করোনায় আক্রান্ত।
বিজ্ঞাপন
তিনি বলেন, গতকাল নমুনা টেস্ট করাতে দিয়েছিলেন। আজ রিপোর্ট এসেছে। স্যার ও ম্যাডাম দুজনই করোনায় আক্রান্ত। এমনিতে তারা সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এএসএস/এইউএ/আরএইচ
বিজ্ঞাপন