২০২২-২৩ অর্থ বছরের বাজেটে বরাদ্দকৃত অর্থ থেকে দুই মসজিদ ও এক মাদ্রাসার উন্নয়নে ১১ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জান।

সচিব আকরামুজ্জামান জানান, ডিএসসিসি এলাকার আওতাধীন খিলগাঁও এলাকার আল মদিনা জামে মসজিদের ভবন নির্মাণকাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া মুগদার দক্ষিণ মান্ডা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের ভবন নির্মাণের জন্য এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঝিগাতলার দারুল উলুম আকলিমাতুল কোরআন মাদ্রাসা এবং এতিমখানায় ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এই অনুদানের টাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পরিশোধের ব্যবস্থা করবেন। ডিএসসিসির মেয়রের অনুরোধক্রমে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএসএস/এসকেডি