নাসিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনির অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরের সরকারি সিএন্ডবি কলোনিতে বসবাসরত ২০টি অবৈধ পরিবারের স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের ২নং গেটের নাছিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদের নেতৃত্বে এ অভিযানে আরও ছিলেন আবাসন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, জহির রায়হান ও সিএমপি পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, নগরের ২নং গেটের নাছিরাবাদ সিএন্ডবি সরকারি কলোনি থেকে ২০টি অবৈধ পরিবারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
কেএম/আইএসএইচ