চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় পুকুর ভরাটের দায়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।  

রোববার (৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

মামলা দায়েরের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস।

তিনি বলেন, একটি অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর গত ৩ জুলাই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পুুকুর ভরাটকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। এরপর আবার ২ আগস্ট কার্যালয়ের পরিদর্শক  মো. সাখাওয়াত হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। সব তথ্যের ভিত্তিতে আজ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।   

মামলার আসামিরা হলেন- জাবেদ নজরুল ইসলাম, সায়েদুল ইসলাম, আকলিমা বেগম, মো. নাজির হোসাইন, মো. জাকির হোসেন, জমিলা বেগম, মো. তওসিফ তানজিম হোসাইন, মো. আলতাফ হোছাইন, মো. আজগর হোসাইন, মো. মোবারক হোসেন, নাসিমা বেগম, সেলিমা বেগম, তাসলিমা বেগম, রহিমা বেগম ও ওয়াহিদুল ইসলাম। 

কেএম/জেডএস