রাজধানীর হাতিরঝিলের মগবাজার এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে তাহমিনা (২২) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

সোমবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

তাহমিনার স্বামী জাহিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, দুই বছর হলো আমরা প্রেম করে বিয়ে করেছি। আমি রমনা এলাকায় একটি ফার্মেসিতে চাকরি করি। মগবাজারের গাবতলা এলাকায় একটি বাসায় আমরা দুজনে সাবলেট নিয়ে ভাড়া থাকি। অল্প টাকা বেতন পাই তাই সংসার চলে না। এসব নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে রাত বারোটার দিকে আমি ঘুমিয়ে পড়ি। আমি রাতে জেগে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন দিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাহমিনার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বহরি গ্রামে। সে ওই এলাকার বাচ্চু পাটোয়ারীর মেয়ে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। সুরত হাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত তাহমিনার বোন ও বাবা এসেছেন তাদের কোন অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএএ/আইএসএইচ