‘মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
অ্যাওয়ার্ড নিচ্ছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম
এভিয়েশনখাতে বিশেষ অবদান রাখায় ‘মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম।
শনিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন ও মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্।
এছাড়া উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
বিজ্ঞাপন
ঢাকা/জেডএস