রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ী উত্তর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

পুলিশ বলছে, কক্সবাজার হতে ইয়াবা এনে রাজধানীর যাত্রাবাড়ীর হোটেলে বসে বেচাকেনা করতো নাজিম।

গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে যাত্রাবাড়ীর উত্তর সায়েদাবাদ হোটেল মডার্ন ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলায় এক মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ নাজিমকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার নাজিম সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এমএ