মোহাম্মদপুরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরীর (আনুমানিক ২৪) মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে খবর পেয়ে তাজমহল রোডের ১২/২ সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার পর খবর আসে তাজমহল রোডের ১২/২ সড়কে একটি মেয়ের মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি কোনো বাসায় কাজ করত। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
ঢামেক/এমএইচএস
বিজ্ঞাপন