রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাওয়ে কাঁচালঙ্কা নামে একটি রেস্টুরেন্টে বিদ্যুতের মিটার থেকে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রোববার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. শাহিন (৩০), মো. মনির (২০) ও মো. সুজন (১৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দগ্ধ সুজন ঢাকা পোস্টকে বলেন, সকালে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে আমরা দগ্ধ হই। পরে আমাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগারগাঁও থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে তিন জন এসেছিল। এদের মধ্যে শাহীন ও সুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর মনির নামে এক যুবককে ভর্তি দেওয়া হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এসএএ/জেডএস