বঙ্গবন্ধুর আদর্শকে কর্মজীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান
বঙ্গবন্ধুর আদর্শকে কর্মজীবনে প্রতিফলন ঘটানোর জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।
সোমবার (১৫ আগস্ট) রাজউক কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
রাজউক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর ক্ষমা ও পরোপকারিতার বিভিন্ন বিষয়ে আমরা সবাই জানি। পৃথিবীর ইতিহাসে এমন মানবতাবাদী নেতা বিরল। আমাদের কর্মকর্তা কর্মচারীদের মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শকে কর্মজীবনে প্রতিফলন ঘটানোর জন্য অনুরোধ জানাই। যেন কোনো মানুষ আপনাদের কাছে সেবা নিতে এসে সমস্যায় পড়তে না হয়। খুব সহজে যেন সবাই আপনাদের কাছ থেকে সেবা পান।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে দাঁড়াতে হবে। তাদের রুখে দিতে আজকের এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে আমাদের সবার।
বিজ্ঞাপন
বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, একাত্তরের পরাজিত শক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনিরা সেদিন ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। তারা জানে না, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে আমাদের।
এএসএস/এসকেডি