রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ৫০ নং ওয়ার্ডের ১৪ নং ইউনিটের সভাপতি ছিলেন। একই ঘটনায় রুবেল নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সোয়া ৮টায় গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত রুবেল নামে একজনকেও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক হাবুর চাচাতো ভাই সুমন ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল কয়েকজন বিএনপি কর্মীর সঙ্গে ইন্টারনেটের লাইন নিয়ে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আজ সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ইন্টারনেট ব্যবসা নিয়ে যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সুমন।

তিনি জানান, নিহত আবু বক্করের পিতার নাম আলী আহমেদ হাওলাদার। তারা ওই এলাকাতেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তিকে আমাদের এখানে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করেছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এসকেডি