ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে নিউ আল আমিন জুয়েলার্সের মালিক রামধন চন্দ্র মন্ডল স্বপনকে (৫০) গুলি করে তার দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ আগস্ট ) দুপুর ২টার দিকে নাসির উদ্দিন সুপার মার্কেটের নিউ আল আমিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

গুলিতে আহত স্বপনকে উদ্ধার করে নিয়ে আসা ব্যবসায়ী মোক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুপুরে ২টি মোটরসাইকেলে তিন-চার জন এসে স্বর্ণের দোকানে ঢুকে রামধন চন্দ্র মন্ডলের পায়ে গুলি করে। এরপর তারা স্বর্ণের দোকান থেকে মালামাল নিয়ে যায়। তবে কী পরিমাণ স্বর্ণ নিয়ে গেছে সে বিষয়ে কিছু বলতে পারি না। গুলির পর ভয়ে আশপাশের লোকজন সব পালিয়ে যায়। রামধন চন্দ্র মন্ডলের ডান পায়ে গুলি লেগেছে।

রামধন চন্দ্র স্বপনের স্বজন রকি মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুপুরে তখন বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ককটেল ফাটিয়ে কয়েকজন দোকানে ঢুকে পড়ে। দোকানে ঢুকেই তারা স্বপন ভাইকে গুলি করে। এরপর সব স্বর্ণ লুট করে নিয়ে যায়। স্বপন ভাই ওই মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর ডান পায়ে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।

এসএএ/ওএফ