বাংলাদেশে অবস্থিত কম্বোডিয়ার ২টি কারখানায় বাংলাদেশি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়াসহ ৩টি দাবিতে মানববন্ধন করেছে ৫টি শ্রমিক সংগঠন। একইসঙ্গে কম্বোডিয়ায় অ্যাডিডাস ব্র্যান্ডের পণ্য সরবরাহকারী সে দেশের ৮টি কারখানার শ্রমিকদের ১১.৭ মিলিয়ন মার্কিন ডলার মজুরি পরিশোধ করার বিষয়ে সংহতি জানানো হয়। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন শ্রমিকরা। 

শ্রমিক সংগঠনগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,  বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি। 

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, বাংলাদেশে অবস্থিত কম্বোডিয়ান কোম্পানি ইয়ং ওয়াং ও লিয়াং ফু নামক দুটি কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। অ্যাডিডাস ব্র্যান্ডের মাধ্যমে কম্বোডিয়ার ৮টি কারখানার শ্রমিকদের বকেয়া ১১.৭ মিলিয়ন মার্কিন ডলারসহ বহির্বিশ্বে তাদের সাপ্লাই চেইনে শ্রমিকদের মজুরি পরিশোধ না করায় গভীর ক্ষোভ প্রকাশ করছি। এসব বকেয়া দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি। এছাড়া করোনার সময়ে কারখানা বন্ধ হলেও শ্রমিকদের পাওনা পরিশোধে বাধ্যতামূলক চুক্তিতে সম্মতি জানানো হয়।

বক্তারা বলেন, সাপ্লাই চেইনে তারা শ্রমিকদের মজুরি বকেয়া রেখে ও শ্রমিকদের অভুক্ত রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।  বিষয়টি শ্রমিকদের সঙ্গে চরম তামাসার সামিল।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দীন স্বপন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটির কর্মকর্তারা।

আইবি/জেডএস